গত ১৬ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে ডাবলিনের রেড কাউ মোরান হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড -এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। রিপন ও অনির উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী মিঃ ইমন গিলমোর। অনুষ্ঠানের উদ্বোধন করেন এবিএআই -এর প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জাইগিরদার। মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে কামিলা খান। প্রধান অতিথিকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএআই-এর সাবেক প্রেসিডেন্ট জনাব মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সেলিম হাশমি। তাকে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড' প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবক বিসিসিআই-এর প্রেসিডেন্ট জনাব তারিক সালাহউদ্দিন কে 'সোস্যাল কনট্রিবিউশন এওয়ার্ড' প্রদান করা হয়। গন্যমান্য ব্যাক্তির মধ্যে উপস্থিত ছিলেন, এবিএআই-এর ভাইস প্রেসিডেন্ট জনাব সামসুল হক, আক্তার হোসেন, শাহীন মিয়া, শাহীন রেজা, প্রধান নির্বাচন কমিশনার জনাব ইকবাল আহমেদ লিটন, বিএআই-এর সাবেক প্রেসিডেন্ট মাহফুজুল হক, কিলার্নি কাউন্টি কমিটির প্রেসিডেন্ট জনাব আবু তাইয়েব, কর্ক কাউন্টি কমিটির সভাপতি জনাব তৌহিদুল ইসলাম, গলওয়ে কাউন্টি কমিটির প্রেসিডেন্ট জনাব জামাল বাশীর, বিডিএডি-এর প্রেসিডেন্ট জনাব জহিরুল ইসলাম জহির, বিএসএআই-এর ভাইস প্রেসিডেন্ট জনাব চুন্নু মাতবর, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব ব্যারিষ্টার জাকির হোসেন, জনাব ড. সফিক, জনাব ড. সালেহীন, বিএআই এর সাবেক জেনেরাল সেক্রেটারি ড. বিল্লাল হোসেন, সাংবাদিক কামাল উদ্দিন, হামিদুল নাসির, মোশারফ হোসেন, আক্তার হোসেন, হুমায়ন কবির অপু, সাইফুল ইসলাম, শিহাব উদ্দিন, নাসির আহামেদ, মানিক, নাসির মজুমদার, জনাব আতিক, চিশতি সহ আরো অনেক।

বিজনেস সেশন অনুষ্ঠানের পরিচালনা করেন ড. বিল্লাল হোসেন। এবিএআই-এর সেক্রেটারী জনাব ইকবাল মাহমুদ এবিএআই-এর এক বছরের কাজের বিবরন পেশ করেন। জনাব জাইগিরদার আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের ভিসা সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যার কথা উপপ্রধানমন্ত্রী মিঃ ইমন গিলমোরের কাছে পেশ করেন। বক্তব্য শেষে তিনি প্রধান অতিথিকে এবিএআই-এর বিশেষ ক্রেস্ট প্রদান করেন। মিঃ ইমন গিলমোর তার বক্তব্যে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের সকল সমস্যার সমাধানের উদ্যোগ নিবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে মন্ত্রী লিভিং সার্টিফিকেট পরিক্ষায় উত্তীর্ন বাংলাদেশী কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন এবং আইরিশ বাংলা বার্তার সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে তাকে দেওয়া বিশেষ 'সার্টিফিকেট অফ একসিলেন্স' গ্রহন করেন। এছাড়া তিনি কবি কামরুন্নাহার রুনুর কবিতার বই 'অনুভবে আমন্ত্রণ' এর মোড়ক উম্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে এবিএআই -এর জাতীয় নির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ লিটন৷ প্রেসিডেন্ট এওয়ার্ড পেলেন ডাবলিন মুসলিম সেন্টারের খতিব জনাব আবদুল মান্নান। ডাঃ জাইগিরদার ক্যাসেলবারের বাংলা স্কুলের শুভ উদ্বোধন করেন। উক্ত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের বিপুল সংখ্যক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের ২য় অংশের উপস্থাপনা করেন দেওয়ান সাইফুর রহমান শিপন ও কাজী কবির। লোকমান হোসেনের নেতৃত্বে কিলার্নী শিল্প গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান, আবদুল মান্নান মানের কবিতা আবৃত্তি, সোমা সজিবের অভিনয়, এ, কে, আজাদের কৌতুক, উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতকার ডাঃ আনন্দ গুপ্ত, ভারত থেকে আগত রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক, মামুন, ভাসানী, জামাল বাশির ও ইউ কে’র শিল্পী সুজানার গান উপস্থিত হাজার জনগনের মন পুলকিত করে। অনুষ্ঠানের সমাপ্তি হয় এবিএআই-এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুবায়দুল হক সোহেল এর পরিচালনায় আকর্ষনীয় রেফল ড্র-এর মাধ্যমে৷ অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কাজী কবির, রিপন, দেওয়ান সাইফুর রহমান শিপন, আইয়ুব আলী, নাসির উদ্দিন, ইকবাল মজিদ, আফসার উদ্দিন ও সরোয়ার মোরশেদ৷ আইটি বিভাগের দ্বায়িত্বে ছিলেন এ. কে. আজাদ৷ অনুষ্ঠানের অডিও-ভিডিও পরিচালনা করেন ডিন সেলড্রেক ও জিকু বনিক৷ অনুষ্ঠনের সার্বিক তত্ত্বাবধানে এ. বি. আই -এর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে সহযোগিতা করেন ডাবলিন হোষ্ট কমিটির পক্ষ থেকে জনাব জহির, চুন্ন মাতাব্বর, জাকারিয়া জ্যাক, হামিদ নাসির, কামরুল হক, হারুন ইমরানসহ আরো অনেকে।

এ, কে, আজাদ – বার্তা সম্পাদক