গত ১৬ই সেপ্টেম্বর, ২০১২ রবিবার ডাবলিনের রেড কাউ মোরান হোটেল অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড এর কাউন্টি কিলারনীর সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে একটি মঞ্চ নাটক পরিবেশন করা হয়। 

উক্ত মঞ্চ নাটকের প্রথম পর্বে প্রদর্শন করা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ২১ ফেব্রুয়ারিতে ছাত্র ও রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করে। মিছিল এলে পুলিশ মিছিলের উপর গুলি চালায়। গুলিতে নিহত হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। তাদের স্মৃতিতে শহীদ মিনারে ফুল প্রদান করা হয়। নাটকের দ্বিতীয় পর্বে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা বাংলার পথে-প্রান্তরে হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে সশস্ত্র বিপ্লব। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, প্রিয় জন্মভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ও রাজাকারদের ভুমিকা প্রদর্শন করা হয়। নাটকের শেষ পর্বে স্বাধীন বাংলাদেশের গ্রাম-বাংলার কৃষক, জেলে ও গৃহীনিদের কর্মকান্ড এবং বাঁশিওলা, ফেরিওলা, সাপুরিয়ার জীবনযাত্রা প্রদর্শন করা হয়।

মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক