১৫ই সেপ্টেম্বর রোজ শনিবার ডাবলিন আওয়ামী লীগের উদ্যোগে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড -এর সহায়তায় ডাবলিনের ইডেন কলেজে কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়।
উক্ত কনস্যুলার সার্ভিসে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন এর কনস্যুলারদের উপস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন গ্রহন, আইরিশ পাসপোর্টের জন্য নো ভিসা রিকয়ার্ড সীল, এফিডেভিট, জন্ম সনদ সত্যায়িত এবং পাওয়ার এটর্নি সহ অন্যান্য সেবা সমূহ প্রদান করা হয়।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক