গত ৪ সেপ্টেম্বর ডাবলিনের রাধুনি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একথা বলেন।

বাংলাদেশে আয়ারল্যান্ডের কোনো দুতাবাস না থাকায় আয়ারল্যান্ড আসতে হলে বাংলাদেশীদেরকে প্রতিবেশী দেশ ভারতে যেয়ে ভিসা আবেদন করতে হয়। সেজন্য ভারতের ভিসা নিতে হয়। এতে বাংলাদেশীদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং মূল্যবান বৈদেশিক মুদ্রারও অনেক অপচয় হয়। আয়ারল্যান্ড প্রবাসী অনেক বাংলাদেশীর তাদের পরিবারের সদস্যদের আয়ারল্যান্ডে নিয়ে এসে তাদের সাথে কিছু সময় যাপনের প্রগাড় ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার জন্য তাদেরকে পিছু হটতে হয়। অন্যদিকে আয়ারল্যান্ডে বাংলাদেশের দুতাবাস না থাকায় আয়ারল্যান্ডের বাংলাদেশীরা ভিসা, পাসপোর্ট বিষয়ক সেবা সহ দুতাবাসের অন্যান্য সেবা থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিবে কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী মহোদয় বলেন তিনি বিষয়টি পররাষ্ট্র মন্ত্রীর নজরে আনবেন এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন অনুরোধ করবেন। অন্তত উভয় দেশে দ্বিপাক্ষিক কনস্যুলেট খোলার জন্য অনুরোধ জানাবেন

বাংলাদেশে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ সরকার আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদেরকে  স্বীকৃতি দিবে কি এবং দিলে কিভাবে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সরকার রেমিটেন্স প্রেরণকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদেরকে সরকার ইতিমধ্যে পুরস্কৃত করে আসছে। সরকার আরো অধিক সংখ্যক ব্যক্তিকে পুরস্কৃত করার কথা বিবেচনা করছে।

পার্শ্ববর্তী দেশ ভারতসহ পৃথিবীর ১৬ টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা থাকলে আয়ারল্যান্ড ভিজিটের জন্য আইরিশ ভিসা নেয়ার প্রয়োজন নেই। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ উক্ত ১৬ টি দেশের তালিকায় নেই। বাংলাদেশ এই সুবিধা আদায়ের চেষ্টা করবে কিনা জানতে চাওয়া হলে মাননীয় মন্ত্রী বলেন বিষয়টি ইতিমধ্যেই তার সম্মুখে উত্থাপন করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের সাথে টেলিফোনে কথা বলে তার মেয়াদ কালেই এই কাজটি সম্পন করার জন্য অনুরোধ করেছেন। বাংলাদেশ এই সুবিধা পেলে আয়ারল্যান্ডের বাংলাদেশীদের ফ্যামিলি রিউনিফিকেশন-এর বাধা অনেকটা দুর হবে।

রাজনৈতিক দল নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে এক যোগে দেশ গড়ার কাজে ব্রতী করার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী মহোদয় বলেন তার সরকার এই বিষয়ে সর্বদাই আন্তরিক। সকলকে নিয়েই আওয়ামী লীগ সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চায়।

সংবাদ সম্মেলনে আইরিশ বাংলা বার্তার বার্তা সম্পাদক নাসির আহমেদ, শিহাব উদ্দিন, মানিক ও এ. কে. আজাদ উপস্থিত ছিলেন। এছাড়াও চ্যানেল আই -এর আয়ারল্যান্ড প্রতিনিধি কামাল উদ্দিন কামাল ও এনটিভি -এর আয়ারল্যান্ড প্রতিনিধি জাহিদ মুমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন আইরিশ বাংলা বার্তার সম্পাদক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন।

এম. বি. হোসেন – সম্পাদক