আগামী ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশ হাই কমিশন, লন্ডন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সকল বাংলাদেশীদের জন্য বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন গ্রহন, আইরিশ পাসপোর্টের জন্য নো ভিসা রিকয়ার্ড সীল, এফিডেভিট, জন্ম সনদ সত্যায়িত এবং পাওয়ার এটর্নি সহ আরো অন্যান্য সেবা সমূহ প্রদান করার জন্য ডাবলিনে আসবেন।

স্থান: ইডেন কলেজ, ৭ বার্গ কী, ডাবলিন ২

বিঃ দ্রঃ - সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সিরিয়াল টোকেন সংগ্রহ করা যাবে এবং যে কোন ধরণের ক্রেডিট কার্ডের মাধ্যমে (ভিসা, মাষ্টার কার্ড এবং লেজার কার্ড) সার্ভিস চার্জ প্রদান করা যাবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগযোগ করুন: ড. জিননুরাই জাইগিরদার: ০৮৬ ০৮৫২৬৪৯, ইকবাল আহমেদ (লিটন): ০৮৬ ২৬০৫৩০৭, ফিরোজ হোসেন: ০৮৬ ৩৬২৩১১১, মানিক: ০৮৫ ১৭৯৮৩২৩, সোহেল: ০৮৬ ৩৪১২৪১৩, অলক: ০৮৬ ৩৮১৮৬৩৮, আক্তার: ০৮৬ ১৭১৮৬৬৬, কামরুল হক: ০৮৬ ৩৩২৩৯০৮

আয়োজনে: ডাবলিন আওয়ামী লীগ ও অল বাংলাদেশ এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড।

নাসির আহামেদ - বার্তা সম্পাদক