ডাবলিন, বেলেনচার্ডস টাউন এর আল মুস্তফা ইসলামী শিক্ষা ও কালচারাল সেন্টার এর উদ্যেগে ঈদ উল ফিতর এর নামাযের আয়োজন করা হয়। নামায পরিচালনা করেন ড. শেখ ওমর। উক্ত নামাযে অংশগ্রহন করেন শত শত মুসলিম ভাই বোনসহ প্রবাসী বাংলাদেশীরা।

নামায শেষে নিপীড়িত মুসলিম ব্যক্তিদের জন্য দোআ ও প্রার্থনা করা হয়।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক