গত ৫ আগষ্ট ২০১২ ইসলামিক ফোরাম অফ আয়ারল্যান্ড এর উদ্দ্যেগে ডাবলিন মুসলিম সেন্টার ক্লনডালকিনে ওয়াজ মাহফিল ও ইফতার এর আয়োজন করা হয়।জনাব আইয়ুব আলীর উপস্থাপনায় ইসলামিক আলোচনা করেন ডাবলিন মুসলিম সেন্টারের খতিব জনাব আবদুল মান্নান ও খতিব Sheikh Eimon Issa।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন অল বাংলাদেশী আসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইয়ান জায়গিরদার, ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন, নাসির উদ্দিন মজুমদার, ব্যারিষ্টার জাকির হোসেন, ডঃ সফিক, মোশারফ হোসেন, জাকারিয়া জ্যাক, আফসার উদ্দিন, Sheikh Ahmed সহ স্থানীয় ব্যাক্তি বর্গ। আলোচনা সভা শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক