গত ১৫ই জুলাই আয়ারল্যান্ডে বিশাল আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশ উৎসব ডাবলিন ২০১২। বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন এর উদ্দ্যেগে, হুমায়ুন কবির (অপু), জহিরুল ইসলাম জহির, আক্তার হোসেন, সরোয়ার মোরশেদ, চুন্নু মাতবর, শাহিন মিয়া, টিটু মিয়া এবং এ. কে. আজাদ এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। 

আয়ারল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশীর উপস্থিতি ছিল এই মেলায়। প্রবাস জীবন যেন এক যান্ত্রীক জীবন, আর এই যান্ত্রীক জীবনের ক্লান্তি কিছুটা হলেও দূরীভূত হয়েছে এই মেলার মাধ্যমে। মিনি ফুটবল টুর্নামেন্ট, রকমারী বণাঢ্য স্টল সমূহ, সব বয়সী শিশু, পুরুষ মহিলাদের মজার মজার খেলা ও যেমন খুশি তেমন সাজো, শিশুদের বাউন্সী ক্যাসেল, রেফেল ড্র, স্থানীয় শিল্পী মামুন ও হানী হাসানের গান মেলাকে প্রানবন্ত করে তুলে । মধ্যাহ্ন ভোজনের শেষে শিহাব ও কাজী আহমেদুল (কবির) এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্টানের আয়োজন করা হয়। মেলায় আইরিশ বাংলা বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন করেন ড: জিন্নুরাইন জাইগিরদার ও সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানেউপস্থিত ছিলেন, জনাব ইকবাল আহমেদ লিটন, ড: সালেহীন, মোশারফ হোসেন, কবির আহমেদ, হামিদুল নাসির, জহিরুল ইসলাম জহির, চুন্নু মাতবর, আমিনুল ইসলাম বুলবুল, শাহীন মিয়া, আক্তার হোসেন, কামরুল হক এবং পত্রিকাটির সম্পাদক ডক্টর বিল্লাল হোসেন, বিভাগীয় সম্পাদক নাসির আহমেদ, শিহাব উদ্দিন ও আয়ারল্যান্ড বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কামাল উদ্দিন, সেক্রেটারী জাহিদ মোমিন চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়া মেলায় সকলের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে এনটিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মেলা পরিচালনায় বিশেষ ভাবে সহযোগীতা করেন, হারুন ইমরান, জাকারিয়া জ্যাক, নাসির উদ্দিন, হামিদুল নাসির, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আসিফ, আসিফ রায়হান, সোমা, ইভা খান, রিমি, সাদিয়া ইসলাম অনি সহ আরো অনেকেই। সব মিলিয়ে এই মেলা ছিল বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার একটি প্রয়াস।

এ, কে, আজাদ - বার্তা সম্পাদক