জনাব রিজওয়ান ইরানি রিজভী ভাই (৪০ বৎসর) যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ব্যবস্থাপনা বিভাগ' থেকে পাশ করা এবং পরে MBA করেন 'নর্দান বিশ্ববিদ্যালয় থেকে'। উনি অত্যান্ত বন্ধুসুলভ, সদাচারি, হাস্যমুখ এবং বিনয়ী।
ঘটনাটি ২০১৭ সালের ২২ শে ফেব্রুয়ারিতে এসএমএল (SML) যা একটি বহুজাতিক পোশাক লেভেল প্রস্তুতকারক কোম্পানিতে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন এবং ঐদিনেই লিফটে থাকা অবস্থায় জ্ঞান হারিয়ে যায় রিজভী ভাইয়ের।
দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর পরীক্ষা করে জানা যায় যে উনার দু’টো কিডনিই নষ্ট হয়ে গেছে! কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যেতে থাকে এবং ইউরিনের সঙ্গে বের হয়ে যেতে থাকে ‘অ্যালুবুমিন’ সেই সাথে উনার হিমোগ্লোবিনও কমতে থাকে।
রিজভী ভাইয়ের স্ত্রী জনাবা নাসরিন আক্তার (উনারা সহপাঠি) জানান যে রিজভী ভাইয়ের বংশগত কারনে মাত্র ২২ বৎসর থেকেই ডায়াবেটিস ছিলো। নাসরিন আক্তার নিজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপত্তা বিভাগে সহকারী হিসাবে চাকুরীরত, আর উনাদের একটি বাচ্চা সন্তান রয়েছে।
রিজভী ভাইয়ের দু’টো কিডনিতেই সমস্যা যার কারনে অত্যান্ত জরুরি ভিত্তিতে কিডনি অপারেশন দরকার (Kidney Transplant)।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন চিকিৎসা এবং ডায়ালিসি ইত্যাদি করাতেই প্রায় ১২ থেকে ১৪ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই ছোট্ট পরিবারের। নাসরিন আক্তার আরোও জানান যে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন কিডনি দু’টোর প্রতিস্থাপনের জন্যে আর সকল কিছু বাস্তবায়ন হলে আরোও আরোও ৫ লক্ষ টাকার লাগবে নিয়মিত চেকআপের জন্যে। বর্তমানে বুঝতেই পারছেন যে পরিবারটি একদম নিঃস্ব।
'করোনা ভাইরাস' দেশের জনজীবন অনেকটা স্থবির করে তুলেছে কিন্তু আমরা কেউ থেমে নেই তাই বিপদের সময়ে অন্যের সাহায্য করতে আর যেন আমরা কার্পণ্যতাও না করি।
আপনাদের সকলের সাহায্যে একজন ভালো বন্ধু , একজন বাবা এবং একজন ভালো স্বামী হিসাবে জনাব রিজভী ভাই বেঁচে থাকতে পারবেন।
এগিয়ে আসুন সকলে এবং দরকার পড়লে রিজভী ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করে নিতে পারেন আগে থেকে:
A/C Name: Nasrin Akter (Rizwan's Wife)
A/C # 0100000368797
Janata Bank Limited
Nagar Bhaban Branch
Mob. & Bkash # 01712815088
বিপদে যে সাহায্য করতে পারে সেই তো বীর মানুষ।
আর 'বিন্দু বিন্দু' থেকেই তো সিন্ধু!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় জনাব রিজভী ভাইয়ের পরিবার।
সমীর কুমার ধর
ডাবলিন, আয়ারল্যান্ড