ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আজ রাত ১০টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন সহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা মোঃ আজাদ আলী আজ রাতে এই তথ্য জানিয়েছেন।
আইরিশ বাংলা বার্তা এর পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।