১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানীদের হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দেন। সে সময় এই খবরটি গুরুত্ব সহকারে পৃথিবীর একাধিক দেশের মিডিয়ায় স্থান পায়।

এই পোষ্টে ৬ টি মহাদেশের ২৫টি দেশের অসংখ্য পত্রিকার ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের রিলেটেড সংখ্যাগুলো যুক্ত করে দেয়া হল। দেশগুলো হল অষ্ট্রেলিয়া, নেদারল্যান্ড, আইসল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, কোষ্টারিকা, সাউথ আফ্রিকা, পোলান্ড, আয়ারল্যান্ড, সিংগাপুর, ইটালী, থাইল্যান্ড, পর্তুগাল, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, অষ্ট্রিয়া, স্পেন, সুইজারল্যান্ড, টার্কি, গ্রেট ব্রিটেন, নরওয়ে, আমেরিকা, এবং ইন্ডিয়া। সেই সাথে বাংলাদেশেরও একাধিক আর্টিকেল দেখা যাবে।

অষ্ট্রেলিয়া - The Age - March 26, 1971 -“Dacca breaks with Pakistan

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক