বিশ্ব বিখ্যাত গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। তাদেরই একটি ফাউন্ডেশন "ফোর্ড ফাউন্ডেশন"। "ফোর্ড ফাউন্ডেশন" নিউ ইয়র্কে নতুন সদর দফতরে একটি সম্মেলন কেন্দ্রের নাম উৎসর্গ করেছে শান্তিতে নোভেল বিজয়ী প্রফেসার ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে।

ফোর্ড ফাউন্ডেশন হলো আমেরিকান বেসরকারী একটি ফাউন্ডেশন যা মানব কল্যাণে অগ্রসর হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ফোর্ড ফাউন্ডেশন গ্রামীন ব্যাংক এবং প্রফেসার ইউনুসের অবদানকে ৮০'র দশক থেকেই স্বীকৃতি দিয়ে আসছে।

ফোর্ড ফাউন্ডেশনের নতুন তৈরি সদর দফতরে আরো অন্যান্য সম্মেলন কেন্দ্র রয়েছে, যেমন: নেলসন মেন্ডেলা সম্মেলন কেন্দ্র এবং কফি আনান সম্মেলন কেন্দ্র।

উল্লেখ্যঃ ফোর্ডের তৈরি নতুন সদর দফতরে প্রতিটি সম্মেলন কেন্দ্রকে রুম হিসেবে অবিহিত করা হয়।

নাসির আহামেদ