করোনা-যুদ্ধের নায়ক হিসাবে প্রশংসিত এখন প্রত্যেক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও সাংবাদিকরা। তবে অনেকেই ভুলে গেছেন তাদের কথা যারা এই মহামারীর সময় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং জীবনের ঝুকি নিয়ে নিশ্চিত করছেন খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ।

প্রত্যেকদিন আমাদের তাজা খাবারের যোগান নিশ্চিত করছেন পরিবহন ব্যবস্থাকে সচল রাখা ওই সকল ট্রাক/লরি ড্রাইভাররা এবং এই তাজা খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমাদের খুব কাছে নিয়ে আসছেন সুপার মার্কেটের কর্মীরা।

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সংবাদ কর্মীদের পাশাপাশি সুপার মার্কেটের কর্মী এবং এই লরি চালকদের ভূমিকাও অনন্য।

তারাও প্রত্যেকদিন মুখোমুখি যুদ্ধ করে যাচ্ছেন করোনা ভাইরাসের সাথে। করোনার ভয় ডর ও আতঙ্ককে উপেক্ষা করে শুধুমাত্র আমাদের চাহিদা পূরণেই এই সুপার মার্কেটের কর্মীরা ও লরি চালকেরাও দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

আমরা এই শ্রমিকদের প্রতিও চির কৃতজ্ঞ যারা এই কঠিন সময়েও অনবরত আমাদের শীর্ষ পরিষেবা প্রদান করে যাচ্ছেন।

মনিরুজ্জামান মানিক