Family Charity Organisation সিরাজগন্জ সদর "কান্দাপাড়া মন্ডল একাডেমীর" পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বাড়ি বাড়ি ত্রান পৌচ্ছে দেয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। মহান আল্লাহ রহমতে ইনশাল্লাহ্ এই ত্রান সকলকে সুষ্ঠভাবে বিতরণ করা হবে। 

ডাবলিন আওয়ামী লীগের সভাপতি এবং "Family Charity Organisation" এর কর্ণধার মোঃ ফিরোজ হোসেন এই মহৎ কাজে সহযোগতিা করার জন্য সকলকে তার অন্তরের অন্তস্থল থেকে সাদুবাদ জানান এবং শুক্রিয়া জ্ঞাপন করেন। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সোস্যাল ডিসটেসসিং সহ অন্যান্য নিয়মাবলী মেনে চলার অনুরোধ করেন।

সকলের শুভ কামনায়
মন্ডল একাডেমী কান্দাপাড়া, সিরাজগঞ্জ সদর ও ডাবলিন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন
প্রেস বিজ্ঞপ্তি