সাগর-রুনি হত্যা সহ আরো অনেক আইন শৃঙ্খলা বিষয়ক ইস্যুতে ব্যাপক সমালোচিত সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাকে এখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে অপসারণের জন্য সরকারী দলের অনেক সদস্য -এর জোরালো দাবি সত্ত্বেও ব্যাপক সমালোচিত অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এখনো তার পদ অলংকৃত করে বসে আছেন। বাংলাদেশের মন্ত্রিসভায় নবনিযুক্ত সাত জন মন্ত্রীর মধ্যে দফতর বন্টনের পর মহীউদ্দীন খান আলমগীর গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় এই সাতজন নতুন মন্ত্রীকে নিয়োগ করা হয় গত বুধবার। কিন্তু তাদের মধ্যে দফতর বন্টনের পর পুরনো মন্ত্রীদের কয়েকজনের দায়িত্বেও কিছু রদবদল করা হয়েছে।

নতুন মন্ত্রী হাসানুল হক ইনু পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আবুল কালাম আজাদ এখন কেবল সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। রেল ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এখন কেবল যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। রেল মন্ত্রী হয়েছেন নব নিযুক্ত মুজিবুল হক।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক এখন শুধু খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে। এছাড়া রাজিউদ্দীন রাজু শ্রম মন্ত্রণালয় এবং মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরী শিল্প এবং আব্দুল হাইকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এম. বি. হোসেন - সম্পাদক