রোববার রাজধানীর আশকোনায় হজক্যাম্পের এবারের হজ কাফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "ইতোমধ্যে শুনেছি, হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে একটি ফিল্ম তৈরি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"

শেখ হাসিনা বলেছেন, ইসলাম ও হযরত মোহাম্মদ (সাঃ) কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর প্রচার নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি এবং যারা  চলচ্চিত্রটি তৈরি করেছে করেছে তাদের যেনো কঠোর শাস্তি দেওয়া হয়, এ দাবি করেন প্রধানমন্ত্রী। গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। এই প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসলাম ও নবীর অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানানো হয়েছে। হজক্যাম্পের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "নবী করিম (সাঃ) এর জীবন নিয়ে কেউ কোনো রকম খেলা করুক বা বদনাম করুক - সেটা কখনোই কোনো মুসলমান বরদাশত করতে পারে না। এটা আমরা কখনো বরদাশত করব না। কাজেই এটা বন্ধ করতে হবে।" বাংলাদেশে যাতে ওই চলচ্চিত্র প্রচার না হয়- ইতিমধ্যে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও শেখ হাসিনা জানান।

এম. বি. হোসেন - সম্পাদক
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম