অপহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ডিএনএ নমুনার পরীক্ষা দেশের ফরেনসিক ল্যাবে করা সম্ভব হত বলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ প্রোফাইলিং ল্যাবের প্রযুক্তিগত পরামর্শদাতা অধ্যাপক শরিফ আকতারউজ্জামান সোমবার এক সংবাদ সম্মেলন এই দাবি করেন। 

২০০৬ সালে এই পরীক্ষাগার শুরু থেকে ১৮৩২ মামলার ৬৪৮১ ফরেনসিক স্যাম্পল সফলভাবে পরীক্ষা করে। সাগর সরওয়ার মাছরাঙ্গা টেলিভিশন, এবং মেহেরুন রুনি এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন। গত ২০১২ সালে ১১ ফেব্রুয়ারী ভোর রাতে পশ্চিম রাজাবাজার-এ তাদের অ্যাপার্টমেন্টে নিহত হয়, তাদের একমাত্র সন্তান মেঘ তখন বাড়িতে ছিল। 

প্রথমে এর তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু দুই মাসের তদন্তে কোনো ফল না আসায় গত এপ্রিলে হাই কোর্ট তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেয়। র‌্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রথমে মরদেহের ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য লাশ তোলা হয়। এরপর হত্যাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পর্যায়ক্রমে -১২ জুন এবং ১৭ জুলাই ডিএনএ পরীক্ষার জন্য তা যুক্তরাষ্ট্রে পাঠায়।

মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক