বাংলাদেশে জন্ম এবং মৃত্যুর নিবন্ধনে ভুল তথ্য দিলে এই প্রথম শাস্তির বিধান রেখে সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনা হচ্ছে। একইসাথে প্রবাসী বাংলাদেশীদের জন্ম ও মৃত্যুর নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে।মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

জন্ম এবং মৃত্যুর দিনক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ে ভুল তথ্য দিলে তাকে পাঁচশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পনেরো দিনের কারাভোগও করতে হতে পারে।

কেই তথ্য দিতে অস্বীকৃতি জানালে, তাকেও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রণয়ন করা হয়েছিল ১৯৮৩ সালে। এরপর আইনটিতে সংশোধনী আনা হয়েছিল ২০০৪ সালে।

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেছেন, সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে সুবিধার জন্য এখন এই আইনে আবার সংশোধনী আনা হচ্ছে।

সংশোধনী প্রস্তাবে জন্ম ও মৃত্যুর নিবন্ধনের জন্য ১৭ ডিজিটের পিন বা ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর এর ব্যবস্থা রাখা হচ্ছে।

মি: ভুঁইয়া আরও জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরাও যাতে জন্ম-মৃত্যুর নিবন্ধন করতে পারেন, সেজন্য বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ক্ষমতা দেওয়া হচ্ছে।

তথ্য সুত্র: বিবিসি