লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ পুষ্টি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে যুক্তরাজ্য গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। হিথরো বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরাসরি চলে যাবেন হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয়। লন্ডনে এই হোটেলেই থাকবেন তিনি। রোববার বিকালে ১০ ডাউনিং স্ট্রিটে শেখ হাসিনা বিশ্ব পুষ্টি বিষয়ক সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের উপরাষ্ট্রপতিও এই সম্মেলনে যোগ দেবেন। সন্ধ্যায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী অ্যান্ড্রু মিশেল হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সোমবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়ে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক