রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কুটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে এক ইফতার পার্টির আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ এডভোকেট, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সুপ্রীম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কুটনীতিক কোরের ডীন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, সচিব, জাতীয় অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকগণ, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ইফতার পার্টিতে যোগ দেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবনের জামে মসজিদের ইমাম সাইফুল কাবীর মোনাজাত পরিচালনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত প্রেসিডেন্টের পত্নী আইভি রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিচারক, কুটনীতিক, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনলাইন ডেস্ক