বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া উলেমা এবং এতিমদের সাথে রমজানের প্রথম দিনে ইফতার করেছেন। ঢাকার লেডিস ক্লাবে এই ইফতার সভার আয়োজন করা হয়। সভার শুরুতে তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর দেশের শন্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রায় দুই শত এতিম এবং বিপুল সংখ্যক আলেম-উলেমা উক্ত অনুষ্ঠানে যোগ দান করেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধও এই সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র নেতাদের মধ্যে ড. আরএ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মউদুদ আহমেদ, এম কে আনোয়ার, ড. ময়ীন খান, হান্নান শাহ, ব্যরিস্টার জমিরুদ্দিন সরকার ও মির্জা ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিহাব উদ্দিন – বার্তা সম্পাদক